নীলফামারীতে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৪ ফেব্রুয়ারি॥ চতুর্থ শ্রেণীর কর্মচারীর সমস্কেলে বেতনের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।
আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালিন সমাবেশে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সংগঠনের ডোমার উপজেলার সভাপতি বলিকান্ত রায়, জলঢাকা উপজেলার সভাপতি আনিছুর রহমান, ডিমলা উপজেলার সভাপতি দুলাল হোসেন, সদর উপজেলার সভাতি আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন,‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনস্থ্য কর্মচারী হয়ে বিরামহীন ভাবে এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ ৭০ প্রকার কাজের দায়িত্ব পালন করে গ্রাম পুলিশ। ওই দায়িত্ব পালনের পর গ্রাম পুলিশ তিন হাজার টাকা ও মহল্লাদার  তিনহাজার ৪০০ টাকা মাসিক বেতন পান।’
পরিবার নিয়ে জীবনযাপনের জন্য ওই বেতন খুবই নগন্য উল্লেখ করে সরকারী চতুর্থ শ্রেণীর কর্মচারীর সমস্কেল বেতন, অবসরকালীন ভাতাসহ সরকারী সকল সুযোগসুবিধার দাবি জানায়।।শেষে প্রধানমন্ত্রী বরাবরে দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।#

পুরোনো সংবাদ

নীলফামারী 363780021694393306

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item