নীলফামারী রেল স্টেশন পরিচ্ছন্ন অভিযান

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৭ ফেব্রুয়ারি॥
নীলফামারী রেল স্টেশনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কাউটের সদস্যরা ওই কর্মসূচি পালন করেন। এ সময় ষ্টেশনে চারটি ডাস্টবিন স্থাপন করা হয়।
এসময় জন সচেতনতা বৃদ্ধিতে স্টেশন চত্ত্বরে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় ত্বত্তাবধায়ক ও রেলওয়ে জেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ কুদরত-ই খুদা,জেলা স্কাউটের সম্পাদক দেলোয়ার হোসেন, স্কাউটের কমিশনার ও কারখানার কর্ম ব্যবস্থাপক আমিনূল হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুল আলম, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহাবাদ আলী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আব্দুস সালাম,  রেলওয়ে জেলা স্কাউটের সহকারী কমিশনার নিলুফা ইয়াসমিন, স্কাউট লিডার আনোয়ার হোসেন, সহযোগী সদস্য জোবায়দা খাতুন প্রমুখ।
মোহাম্মদ কুদরত-ই খুদা জানান, দেশে ১৩ টি রেলওয়ে জেলা স্কাউট রয়েছে। রেল স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি কেন্দ্রীয়ভাবে গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটের সদস্যরা নীলফামারী রেল স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেয়।#

পুরোনো সংবাদ

নীলফামারী 471247458607200982

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item