নাগেশ্বরীতে অবশেষে প্রতিবন্ধিকে মারপিটের ঘটনায় মামলা

হাফিজুর রহমান হৃদয়,কুড়িগ্রাম প্রতিনিধি:

অবশেষে নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রতিবন্ধিকে মারপিটের ঘটনায় মামলা দ্বায়ের হয়েছে। মামলা দ্বায়ের পর অভিযুক্ত চেয়ারম্যান পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। গেল বুধবার দুপুরে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমেদপুর এলাকার ঢেবঢেবির নামা চর গ্রামের জসমত আলীর শারীরিক  প্রতিবন্ধি ছেলে ইছাহাক আলী পাওনা টাকা চাইতে গেলে বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মারপিট করেন। এ বিষয়ে ওই দিন কচাকাটা থানায় অভিযোগ দেন  মারপিটের শিকার প্রতিবন্ধি যুবক ইছাহাক আলী।
পরে অভিযোগটি এজাহারভূক্তিতে কালক্ষেপন করতে থাকে কচাকাটা থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার বিকালে প্রতিবন্ধিকে মারপিটের প্রতিবাদ এবং বিচারের দাবিতে ইউনিয়নটির মাদারগঞ্জ বাজারে ঘন্টা ব্যাপি মানব বন্ধন করেন এলাকাবাসী। এর পরেই ওই প্রতিবন্ধির অভিযোগটি এজাহার ভূক্ত করেন কচাকাটা থানা পুলিশ। কচাকাটা থানার ওসি ফারুক খলিল বলেন, প্রতিবন্ধি ইছাহাক আলীর মারপিটের বিষয়ে চেয়াম্যান আকমল হোসেনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এদিকে  ইছাহাক আলী নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। তিনি জানান, চেয়াম্যান বিভন্ন লোক মারফত মামলা তুলে নেয়ার জন্য আমাকে হুমকি দিয়ে আসছে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 837447091001909071

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item