জাতীয় পর্যায়ে আবৃতি প্রতিযোগিতায় জলঢাকার মেয়ে সুবাতের কৃতিত্ব

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
ঢাকার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত আবৃত্তি প্রতিযোগিতা "তারায় তারায় দীপশিখায় জলঢাকার মেয়ে সিরাজুম মুশফিরাত সুবাত ফাইনাল রাউণ্ডে অংশগ্রহণ করে সারাদেশের প্রতিযোগীর মধ্য ২য় স্থান অধিকার করার কৃতিত্ব অর্জন করে। শনিবার দিনব্যাপী বেসরকারি সংস্থা ব্রাকের আয়োজনে গ বিভাগের চুুড়ান্ত পর্বে ১৬ জন প্রতিযোগীর মধ্য থেকে সুবাত ২য় স্থান লাভ করে।

এর আগে সুবাত রংপুর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ১৯/১/১৮ ইং তারিখে ঢাকায় বাছাইপর্বে অংশগ্রহণ করে ফাইনাল রাউণ্ডে ওঠে। ২৩/১/১৮ তারিখে 'চ্যানেল আই' স্টুডিওতে কোয়াটার ও সেমি ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে সকল প্রতিযোগীকে পরাজিত করে ফাইনালে যায় সে। সুবাত ফাইনালে বরিশালের প্রতিযোগী তাহুরা সুলতানা জুই'য়ের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়ে রানার আপ হয়। সে জলঢাকা অনির্বাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের মেয়ে। মা শামিমা আকতার মুন কেজি স্কুলের সহকারী শিক্ষিকা। সুবাত জলঢাকা মাধ্যমিক স্কুল ব্রাকের ৯ম শ্রেনীর শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে ক,খ, গ বিভাগে ১৭৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী সিরাজুম মুশফিরাত সুবাতের সাফল্যে অভিনন্দন জানিয়েছে জলঢাকা মাধ্যমিক স্কুল ব্রাকের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 722781071252720139

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item