জলঢাকায় শিক্ষক উদ্বুদ্ধকরণ সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  '
মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা' শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষক উদ্বুদ্ধকরণ সভা ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শনিবার দিনব্যাপী প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গনি, রংপুর প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান , সহকারী কমিশনার (ভূমি)জহির ইমাম,ভাইসচেয়ারম্যান ফয়সাল মুরাদ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সাবেক ভাইসচেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে আমিনুর রহমান , ইদ্রিস আলী, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, আফজাল আরিফ, অনিল রায়, ফেরদৌসি খানম বেলি, রেহেনা পারভিন পাপড়ি, রাকিবুল ইসলাম হিট্টু, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম লাবলু ও ফয়সাল হোসেন শাহ  প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকতাদির বিল্লাহ, মোসফিকুর রহমান মুশফিক, হাবিবুর রহমান সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, মাধ্যমিক স্কুলের শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী ও কৃষ্ণা কাবেরী বিশ্বাস ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধানের সার্বিক তত্বাবধান ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ২০০৬-২০১৮ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত ২৭৫ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভায় উপজেলার ২৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত এক হাজার ২৭৫ জন শিক্ষক অংশ নেন।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8726087680136635756

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item