জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াডের সমাপনী, পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুনদের উদ্ভাবনী শক্তি বিকাশ উৎসাহ সৃষ্টির লক্ষে বুধবার বিকেলে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ স্কুল মাঠে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী দিনে অংশগ্রহণকারী বিজয়ী বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন সাবেক দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, অধ্যক্ষ আবেদ আলী, প্রধান শিক্ষক মহসিন আলী, বেলাল হোসেন ও অনির্বান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ । মেলায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে জুনিয়র গ্রুপে ৬টি, সিনিয়র গ্রুপে ৬টি ও বিশেষ গ্রুপে ৫টি প্রতিষ্ঠান কে পুরষ্কৃত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দুইগ্রুপে ১৭ জনকে পুরষ্কৃত করা হয়।

মেলায় প্রতিদিন কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6542164339849890547

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item