সুন্দরগঞ্জে আপত্তিকর বক্তব্যের খেসারত

নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

   গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরী কর্তৃক অযাচিতভাবে অপত্তিকর বক্তব্যের খেসারত দিতে জনরোষে মঞ্চ ত্যাগ করতে হয়েছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় শোভাগঞ্জ নাগরিক সমাজ'র আয়োজনে শোভাগঞ্জ মাধ্যমিক ভোকেশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সুপারিন্টেন্ডেন্ট মোজাম্মেল হকের সভাপতিত্বে জনতার মূখোমূখী ও টক-শো অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, আফরুজা বারী ও শরীফুল ইসলামকে নিয়ে আব্রাহাম লিংকন রনির উপস্থাপনা ও পরিচালনায় টক-শো পর্বে এঘটনা ঘটে। এসময় অধ্যক্ষ অযাচিতভাবে মঞ্চে উঠেই পূর্বানুমতি ছাড়াই উপস্থাপকের নিকট থেকে সময় চেয়ে নিয়ে উস্কানী মুলকভাবে আপত্তিকর বক্তব্য দিচ্ছিলেন। এতে হতভম্বিত হয়ে পড়েন আয়োজক, সচেতন নাগরিক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থী, নেতা-কর্মী, সমর্থকসহ উপস্থিত জনতা। একপর্যায়ে অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরীকে গণধোলাই দিতে উদ্যত হন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দেন মঞ্চে উপস্থিত ৩ প্রার্থী, আয়োজক কমিটির নির্বাচিত সচেতন নাগরিকগণ ও আয়োজক কমিটি। এরই একসময় অধ্যক্ষ নূরী পালিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে নেতা-কর্মী ও সমর্থক সহ জাপা প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চলে যান। অনুষ্ঠানের সভাপতি, মোজাম্মেল হক,  উপস্থাপক, পরিচালক- রনি, সার্বিক সহযোগী- বিপুল কুমার, শ্যামল কুমার, শাহিদুল ইসলাম জানান, জনতার স্বতঃস্ফূর্ত সারাজাগানো এ অনুষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করে অযাচিতভাবে জঙ্গী কায়দায় উস্কানী মূলক ও আপত্তিকর বক্তব্য দেয়ায় উত্তেজিত জনতা অধ্যক্ষ নূরীকে গণধোলাই দেয়ার পূর্বেই তিনি পালিয়ে যাওয়ায় পুলিশ এসে তাঁকে পায় নি।
থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান বলেন, বিষয়টি জানতে পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিস্থিতি শান্ত হয়।
বিভিন্ন সূত্র জানায়, আয়োজক কমিটির নির্বাচিত সমাজের ১০জন স্বচেতন নাগরিকদের মধ্যে ছিলেন- অধ্যক্ষ- ছামিউল ইসলাম, সাংবাদিক- আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক- জাহাঙ্গীর আলম, ছাপড়হাটী ইউপি'র সাবেক চেয়ারম্যান- ইয়াছিন আলী, প্রভাষক- মোফাস্বেরুল ইসলাম মমেনুল, প্রধান শিক্ষক (অব:)- জামিউল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, (গত ২৯ জানুয়ারী) উক্ত মাঠে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ নূরী সংশ্লিষ্ট বক্তব্যের বদলে উস্কানী মুলক আপত্তিকর বক্তব্যে দিয়েছিলেন। ঘোড়া মারা আজিজের দোসর এ অধ্যক্ষ সম্প্রতি উপজেলার মন্ডলেরহাটে আ'লীগের নির্বাচনী কর্মীসভায় অনৈতিক সুযোগ নেয়ার প্রস্তুতি নিলে সক্রিয় আ'লীগের এক নেতার তোপের মূখে পালিয়ে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

নির্বাচন 6700613973645668275

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item