সুন্দরগঞ্জে জাতীয় সংসদের উপ-নির্বাচন আ’লীগসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে আ’লীগ, জাতীয় পাটিসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    গতকাল বুধবার উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমানের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দান। এরা হলেন- আ’লীগের মনোনীত প্রার্থী প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরুজা বারী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাপার চেয়ারম্যানের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্টের শরিফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এর জিয়া জামান খান এবং স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদ। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীদের সঙ্গে ছিলেন। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর/ ১৬ ইং সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের হাতে নিহত হলে গত বছরের ২২ মার্চ প্রথম উপ-নির্বাচনে গোলাম মোস্তফা আহম্মেদ এমপি নির্বাচিত হন। গত বছরের নভেম্বরে সড়ক দুঘর্টনায় এমপি গোলাম মোস্তফা আহম্মেদ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা গেলে আসনটি শূন্য হওয়ায় আগামী ১৩ই মার্চ দ্বিতীয় দফা উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ম জাতীয় সংসদের এই উপ-নির্বাচনসহ ৪ দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার। 

পুরোনো সংবাদ

নির্বাচন 7523465203133653484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item