জাতীয় পার্টি সুশাসন ফিরিয়ে আনতে চায় .......ঠাকুরগাওয়ে এরশাদ

জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, আজ দেশের মানুষের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, সুশাসন নেই, শান্তিতে ঘুমাতে পারে না। মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সেদিকে কারো খেয়াল নেই। দুই নেত্রী ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করছে। তারা মানুষের কথা ভাবে না। তাই সময় এসেছে দেশের মানুষকে মুক্ত করার। জাতীয় পার্টি মানুষের সুখ ও সুশাসন ফিরিয়ে আনতে চায়। এজন্য জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
শনিবার বিকালে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জাতীয় পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় পার্টির আমলে দেশে সুশাসন ছিল, সুখ ছিল, শান্তি ছিল। আমরা এবার দেখাতে চাই পরিবর্তন কাকে বলে। ঠাকুরগাও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিউদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহৃল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, রংপুর সিটিকর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ম্স্তোফিজুর রহমান ম্স্তোফা,নীলফারী-৪ আসনের এমপি শওকত চৌধুরী, জেলা জাপার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা জাপা’র যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8633815775154516333

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item