ডোমার জোড়াবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা গুরুত্বর আহত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাসহ মা ও মেয়ে গুরুত্বর আহত, থানায় মামলা। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড দিঘিরপাড় এলাকায়। মামলা সুত্রে যানাযায়, উক্তগ্রামের দিন মুজুর মোজাহার আলীর স্ত্রী ফুলতন বেগম প্রতিবেশীর এক খন্ড জমি দীর্ঘদিন যাবত বরগা চাষী হিসাবে চাষ আবাদ করে আসছে। ঘটনার দিন ২০ ফেব্রুয়ারী দুপুরে প্রতিবেশী প্রফেসরের জমি দিয়ে বরগা জমিতে সেচ পাম্পের পানি নেয়ার সময় এলাকার মৃত ওসমান গণির ছেলে মোস্তফা হোসেন মস্তো ও জামিয়ার রহমান পানির ড্রেন বন্ধ করে দেয়। এ বিষয়ে ফুলতন তাদের জিজ্ঞাসা বাদ করতে গেলে বাগবির্তকের সৃষ্টি হয়। এক পর্যায়ে মস্তো, জামিয়ার, শফিকুল ও মস্তোর স্ত্রী গোলাপী সকলে মিলে ফুলতন (৪৫) কে লাঠি দ্বারা মারধর করে এবং টানা হেচরা করে বিবস্ত্র করে। তার আতœচিৎকারে ফুলতনের বৃদ্ধা মা আবিয়া বেগম (৬০) মেয়েকে বাচাঁতে গেলে প্রতিপক্ষরা মা ও মেয়েকে বেধরক মারপিট করে। এরই এক পর্যায়ে জামিয়ার ধারালো অস্ত্রদ্বারা বৃদ্ধা আবিয়ার মাথায় আঘাত করলে আবিয়া রক্তাক্ত ও জখম হয়। পরে এলাকাবাসী গুরুত্বর অবস্থায় তাদের কবল থেকে মা ও মেয়েকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ফুলতনের ছেলে আব্দুর রহিম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-১৪, তারিখ- ২১/০২/১৮ দায়ের করে। তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 199217101399529931

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item