পার্বতীপুরে মরহুম মফিজ পন্ডিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সৈয়দপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

 তোফাজ্জল হোসেন লুতু,  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত মরহুম মফিজ পন্ডিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সৈয়দপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি ১-০ গোলে ঠাকুগাঁওয়ের পল্লী বীর স্পোর্টস সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে পাবর্তীপুরের ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টূর্ণামেন্টর আয়োজন করা হয়। গতকাল (শুক্রবার) বিকেল সোয়া ৪টা সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম ঠাকুরগাঁওয়ের পল্লী বীর স্পোর্টস সেন্টারের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। তীব্র উত্তেজনাপূর্ণ খেলার দ্বিতীয়ার্থের ১৬ মিনিটে সৈয়দপুর ফুটবল একাডেমি’র ১০ জার্সি পরিহিত খেলোয়াড় মো. মোরশেদুর একটি গোল করে দলকে  ১-০ গোলে এগিয়ে নেয়।
খেলায় সহকারি রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আখতারুজ্জামান ও  আবু বক্কর সিদ্দিক। খেলার ধারাভাষ্যকার হিসেবে থাকবেন দিনাজপুরের বীরগঞ্জের মো. তউফুল ইসলাম তপু।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট  মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামনিক, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান শ্রী প্রনোবেশ চন্দ্র বাগচী ও পল্লী বিদ্যূৎ সমিতি,দিনাজপুর-২ এর এরিয়া পরিচালক খায়রুল আলম সরদার। এতে সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি মো. মঞ্জুরুল হাসান মঞ্জু।
 স্বাগত বক্তব্য দেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক মো. জালাল উদ্দিন। এ সময় উপদেষ্টা আলহাজ্ব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. বাবর আলী বাবুসহ অন্যান্য উপদেষ্টা,কর্মকর্তা ও সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে প্রাইজমানি হিসেবে যথাক্রামে ৫০ হাজার টাকা ও ৩০ হাজার টাকার করে চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট  মো. মোস্তাফিজুর রহমান ফিজার ওই চেক তুলে দেন।
 প্রসঙ্গত, গত ৫ জানুয়ারী “মরহুম মফিজ পন্ডিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট” শুরু হয়। দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি ওই গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করে। এতে বগুড়া, জয়পুরহাটের পাঁচবিবি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও  এবং সৈয়দপুরসহ উত্তরাঞ্চলের মোট আটটি ফুটবল দল অংশ নেয়।     

পরবর্তীতে পরস্পরের আক্রমন পাল্টা আক্রমনের মধ্যদিয়ে নির্ধারিত সময়ে ফাইনাল খেলাটি ১-০ গোলে শেষ হয়। ফলে সৈয়দপুর ফুটবল একাডেমি ১-০ গোলে ঠাকুরগাঁও পল্লী বীর স্পোর্টস সেন্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টূর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁয়ের পল্লী বরী স্পোর্টস সেন্টারের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. সাজিদ। আর ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সৈয়দপুর ফুটবল একাডেমির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. মোরশেদুল। খেলাটি পরিচালনা করবেন কুড়িগ্রামের রেফারী বিপ্লব তরফদার।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4771970208335157484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item