বিলুপ্ত ছিটমহলে এনবিএল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়ে রচনা,কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

অমর ২১শে ফেব্রুয়ারী ভাষার জন্য ভালবাসা,শহীদদের প্রতি শ্রদ্ধা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  ওকড়াবাড়ী এনবিএল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়ে “উদিত হিমালয় ৬৮” এর উদ্যোগে রচনা, কবিতা আবৃতি, চিত্রাংকন ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২২শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে “উদিত হিমালয়” স্বেচ্ছায় রক্তদান সংগঠনের  সভাপতি অবিনাশ চন্দ্র দেব সিংহের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আ.স.ম নুরুজ্জামান। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর কুতুবুল আলমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতা এনবিএল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খারিজা ভাজনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ  প্রায় ১৫ টি বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এতে অংশ নেয়। উচ্চ বিদ্যালয় গুলোর মধ্যে এনবিএল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পশ্চিম হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেন। এ ছাড়াও সকল বিদ্যালয়ের অংশগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অথিতিগণ। অনুষ্ঠানের সভাপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে শিক্ষার পাশাপাশি এ ধরনের বিনোদোন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হলে আমাদের সন্তানেরা সন্ত্রাসী, মাদক আসক্ত, জঙ্গীবাদের মতো অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে থাকবে, তাহলেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে বলে তিনি জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3093870194168457591

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item