রংপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী গ্রেফতার

হাজী মারুফ


রংপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাংকার স্বামী গ্রেফতার । জানা গেছে, নগরীর সেনপাড়া সমাজ কল্যান বিদ্যাবীথি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জামিল চৌধুরীর ৫তলা বিশিষ্ট ভবনের ৫তলার একটি ফ্লাট ভাড়া থাকেন ইউনিয়ন ব্যাংক রংপুর শাখার হিসাব রক্ষক আবু তাহের। ওই ফ্লাটে আবু তাহের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৮) কে নিয়ে বসবাস করেন তিনি। গত শুক্রবার দুপুর সোয়া ১টারদিকে ৫তলা ভবন থেকে মাটিতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় জান্নাতুল ফেরদৌস। তবে, মুমুর্ষ অবস্থায় স্ত্রীকে স্বামী ব্যাংক কর্মকর্তা আবু তাহের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পরেই তার মৃত্যু হয়েছে। এরপর লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। গত রবিবার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে নিহতের পরিবার চট্রগ্রামের কর্নফুলী থানার হাজলদাহ নামক গ্রামস্থ বাবার বাড়িতে লাশ নিয়ে দাফনকার্য সম্পন্ন করেন ।এ ঘটনায় বাড়ির মালিক জামিল চৌধুরী জানান, ১৬ই ফেব্রয়ারী শুক্রবার জুম্মার নামাজ শেষে আমিসহ তার স্বামী আবু তাহের ও অন্যান্য ভাড়াটিয়ারা বাসায় ফিরে দেখি জান্নাতুল ফেরদৌসের সজ্ঞাহীন দেহ নিচে পরে আছে। এ সময় বাড়ির ভারাটিয়া ঠাকুরগাও থানার এসআই জাহিদ কাছে গিয়ে দেখেন এখনও তিনি জীবিত আছে। সঙ্গে সঙ্গেই তিনি জান্নাতুল ফেরদৌসকে তারা গাড়িযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারপর জান্নাতুল ফেরদৌস তার স্বামীর সাথে কথা বলে হাসপাতালেই মারা যান। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানার এস আই মামুনুর রশীদ মামুন জানান এটি দুর্ঘটনা  না-কি আত্মহত্যা এ ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় নিহত জান্নাতুল ফেরদৌসের বাবা আব্দুল হক বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার তদন্তের স্বার্থে নিহতের স্বামী রংপুর ইউনিয়ন ব্যাংকের ক্যাশিয়ার আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 7759237976931558522

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item