রংপুরের পীরগঞ্জে মাটির তৈরী শহীদ মিনারে শ্রদ্ধা জানালো আদিবাসী শিক্ষার্থীরা !

মামুনুর রশিদ মেরাজুল-২১ ফেব্রুয়ারী মানে বাঙ্গালী জাতির শ্রদ্ধা-ভালবাসা প্রকাশের দিন। ভাষা শহীদদের স্মরণেই বাঙ্গালীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। কিন্তু অন্য ভাষাভাষিরা যদি এটি স্মরণ করে, তা আমাদের জন্য পরম পুঁজনীয়। এবারের ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পীরগঞ্জের পাট উজিরপুর গ্রামে আদিবাসী পল্লীতে গীর্জার সামনে ইট-মাটির তৈরী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেছে সুবিধা বঞ্চিত আদিবাসী শিক্ষার্থীরা।
জানা গেছে, পীরগঞ্জের প্রতিভাবানময় শিক্ষার্থী আবু জুবায়ের ননতু’র উদ্যোগ আর উপজেলার ‘সাম্য খেলাঘর আসর’র সহযোগিতায় বড়আলমপুর ইউনিয়নের আদিবাসী পল্লীতে আদিবাসী শিক্ষার্থীরা ইট-মাটি দিয়ে শহীদ মিনার নির্মান করেছে। পুঁই শাকের বীজ থেতলে বের করা লাল রং দিয়ে শহীদ মিনারের রং করা হয়। সেখানেই প্রতিষ্ঠা করা হয় ‘সান্তালি খেলাঘর আসর’। ওই খেলাঘরের সদস্য আদিবাসী শিক্ষার্থী চিচিরিয়া, বেরজিনা, সীমা, নীলা, মারটিনা, পলরবি, রোমানা, স্যামুয়েল, সুবর্ণা, সুরভি, রোজিনাসহ অনেকেই প্রভাত ফেরির পর বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন ও ৭ম শ্রেনীর ছাত্র স্যামুয়েল প্রার্থনা করেছে। মারটিনা, পলরবি জানায়, এতদিন ইচ্ছা গুলোকে দমন করেছিলাম। আমাদের গীর্জার সামনে মাটির তৈরী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী দিতে পেরে আমরা আনন্দিত। স্যামুয়েল জানায়, আমাদের ভাষার পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা বাংলাকে সার্বজনীনভাবে ব্যবহার ও রক্ষা করার জন্য প্রার্থনা করেছি। সাম্য খেলাঘর আসরের নিতাই চন্দ্র, আসাদও সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন। শহীদ মিনারটির নির্মাতা ননতু জানায়, শ্রদ্ধা আর দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যেই আদিবাসী পল্লীতে শহীদ মিনার করা হয়েছে। এখানে প্রশাসনের অনেকেই এসেছেন। স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শ্রদ্ধা-ভালবাসায় স্বার্থ নেই। তারা (আদিবাসী) যা করেছে, তা আমাদের স্বকীয়তা ও সংস্কৃতিকে ধারন, বাহন ও লালন করার জন্য আরো উদ্যোম-অনুপ্রেরনা যুগিয়েছে। শিগগিরই ওই এলাকায় একটি শহীদ মিনার নির্মান করা হবে। এর উদ্যোক্তা, অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকদের আমি অভিনন্দন জানাই। মাটির নির্মিত শহীদ মিনারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এমন উদ্যোগের কারণে সবাই লাইক ও কমেন্টে প্রশংসা করেছেন। ননতু ‘ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন’ শেষ করেছেন। তিনি ভারতে উচ্চ শিক্ষা নেবেন বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

রংপুর 740791525689995964

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item