যতোদিন দূর্যোগ থাকবে ততোদিন শীতার্থ ও দূর্যোগ কবলিত মানুষের পাশে আওয়ামী লীগ থাকবে : সেতুমন্ত্রী
https://www.obolokon24.com/2018/01/thakurgaon_9.html
আব্দুল
আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপির কোন কাজ নেই,কোন সাহায্যে নেই।
দূর্যোগ আসলে তারা একবার করে আসে। এসে ফোটোসেশন করে চলে যায়। যতোদিন
দূর্যোগ থাকবে ততোদিন শীতার্থ ও দূর্যোগ কবলিত মানুষের পাশে আওয়ামী লীগ
থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি
আরো বলেন, আমরা সময় মতো চলে এসেছি। কাল না এসে দুই দিন পরেও আসতে পাড়তাম।
আমাদের নেত্রী দেখেছে পঞ্চগড়ে ও ঠাকুরগাঁওয়ে ২.৬ ডিগ্রী তাপমাত্র । তিনি
বললেন আর অপেক্ষা করা যাবেনা। সম্পাদক মন্ডলির মিটিং পড়ে করা যাবে।
বর্তমানে জনগনের পাশে দাঁড়াতে হবে।
মঙ্গলবার দুপুরে
দেশরতœ শেখ হাসিনার পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে ত্রাণ ও সমাজকল্যান কেন্দ্রীয়
উপ-কমিটির আয়োজনে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম ( বিডি হলে) জেলার
শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন তিনি।
এ সময় আরো বক্তব্য দেন, আওয়ামীলীগের
কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জাহাঈীর কবির নানক, সাংগঠনিক
সম্পাদক এ.বি.এম মোজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী
এম.পি, বাংলােেদশ আ:লীগের প্রসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ
চন্দ্র সেন, ৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, ৩০১ মহিলা সংরক্ষিত আসনের সাংসদ
সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ:লীগের
সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী, কেন্দ্রীয় এান বিষয়ক সম্পাদক সুবীর
নন্দী প্রমূখ।
উল্লেখ্য: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে ৫ হাজার কম্বল ও নগত ২’শ টাকা করে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।