ঠাকুরগাঁও বোরো বীজ তলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত,কৃষকরা দিশেহারা।

আব্দুল আওয়াল ঠাকুরগাও প্রতিনিধি-
লাভের আশায় বোরো ধানের বীজ রোপন করতে গিয়ে এখন কৃষকরা
মহা বিপদে।সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, টানা শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা গুলো কোল্ড  ইনজুরিতে আক্রান্ত হয়ে বিবর্ণ হয়ে গেছে। কৃষকরা বীজতলা রক্ষায়  দড়ি ও লম্বা বাঁশের কঞ্চি দিয়ে শিশির কণা ঝড়িয়ে দেয়া সহ পানি দিচ্ছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখছে। ঠাকুরগাঁও হরিনারায়নপুর গ্রামের কৃষক আইনুল হক, সোবহান,সহ অনেক কৃষক জানান, গত আমন ধান ভালো হওয়ায় ন্যর্য্য মূল্য পাওয়ায় এবার বোরো ধানের লাভের আশায় বোরো বীজ বপন করেছিলাম কিন্তু আবহাওয়ার শীত প্রবাহর কারনে বোর বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। আলু আবাদ করলাম তাতে লেটব্রাইট রোগ দেখা দিয়েছে,আর বাজারে আলুর দাম মোটামোটি ভালোই আছে । বোরো ধানের প্রস্তুতি নিচ্ছি তাতে আবার মরার ওপর খাড়ার ঘায়ের মত প্রকৃতি বিরপ আচরণ শুরু করেছে। শীত আর ঘন কুয়াশায় ২০ থেকে ২৫ দিন বয়সের বীজতলা নষ্ট হতে যাচ্ছে। বীজতলা নষ্ট হয়ে গেলে পুনরায় তাদের বীজতলা করে আবাদ করতে হবে। তারা জানান, বীজতলা রক্ষায় কৃষি বিভাগের লোকজন পরামর্শ দিচ্ছে। কিন্তু টানা শৈত্য প্রবাহ ও কুয়াশায় বোরো বীজতলা রক্ষা কি করবেন তা ভেবে পাচ্ছেনা কৃষকরা। উপজেলা কৃষি অফিসার মোঃ আনিছুর রহমান জানায়, চলতি বোরো মৌসুমে ৮হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রার নির্ধারন করা হয়েছে। এ পরিমান জমিতে বোরো আবাদের জন্য
বীজতলা করা হয়েছে ৫শত ৩০ হেক্টর। ১০০ হেক্টর জমিতে বীজ বেশী করা আছে। বীজ সংকট হওয়ার আপাতত কোন সম্ভবনা নাই। তবে অব্যাহত শৈত্য প্রবাহ ও শীত এবং ঘন কৃয়াশায় বোরো বীজতলা, আলু সহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। মাঠে বোরো বীজতলা ও আলুসহ অন্যান্য ফসল রক্ষায় কৃষকদের কৃষি সম্প্রসারণ বিভাগ পরামর্শ দেয়ে যাচ্ছে

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 829461291690859544

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item