ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2018/01/thakurgaon_34.html
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে মরহুম দবিরুল ইসলামের বাড়িতে এ স্মরণ সভা হয়।
ভাষা
সৈনিক মরহুম দবিরুল ইসলামের বড় ছেলে পারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান
হাবীব বুলবুলের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ
সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক
অ্যাড. মোস্তাক আলম টুলু, প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক
মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, বালিয়াডাঙ্গী
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব
হোসেন রনি, সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
স্মরণ সভা শেষে ভাষা সৈনিক অ্যাড. মরহুম দবিরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর
আগে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগি অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা মরহুম দবিরুল ইসলামের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
বাংলাদেশ
ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক মরহুম মুহম্মদ দবিরুল ইসলাম
১৯২২ সালের ১৩ মার্চ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের
বামুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মরহুম
দবিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে জাতির জনক শেখ মুজিবুর
রহমানের সহপাঠি ও রাজনীতিতে ঘনিষ্ঠ সহচর ছিলেন। ভাষা আন্দোলনে অগ্রণী
ভুমিকা পালনকালে মরহুম দবিরুল ইসলাম দুইবার কারাবরণ করেন। ১৯৫৪ সালে
যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি মাত্র ৩৩ বছর বয়সে এমএলএ নির্বাচিত হন।
কারাবাসের সময় পুলিশের নির্মম অত্যাচারের কারণে পরবর্তীতে বিভিন্ন রোগে
আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সে ১৯৬১ সালের ১৩ই জানুয়ারি মৃত্যুবরণ করেন।