রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালন

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ২ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অদিধপ্তরের উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী ও মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রতিবন্ধি সমিতির জেলা সভাপতি প্রতিবন্ধি আঃ মান্নান ও মেমোরিয়াল প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক বাপ্পি।
আলোচনা শেষে সমাজসেবা অধিদপ্তর উপজেলার বিভিন্ন এলাকার ৪৬ জন হতদরিদ্র আদিবাসী এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৬জনকে অনুদান হিসেবে ৫হাজার টাকা করে ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 8800721760466949946

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item