সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রিপলি ডে উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) ট্রিপলী ডে উপলক্ষে গণিত ও সার্কিট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে  অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন হয়। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাসিম আহমেদ। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান আশরাফুন নাহার পিংকী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন ড. মামুনুর রশীদ।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইইই বিভাগের সহকারি অধ্যাপক মাফিন মুনতাসির রহমান, প্রক্টর  মেজর (অব:) মিজানুর রহমান, ডিরেক্টর অব ফিন্যান্স এ কে এম সিরাজুল ইসলাম, তাহসিন আহমেদ ফাহিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষার্থীরা বর্ণাঢ্য ক্লাস মব (নৃত্য) পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
বাউস্ট ট্রিপলি  ডে উপলক্ষে প্রথম দিন গণিত ও সার্কিট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
আজ (বৃহস্পতিবার) রয়েছে শিক্ষার্থীদের আইডিয়া, প্রজেক্ট প্রতিযোগিতা,  রোবট রেস, সেমিনার এবং ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমন সাদিক।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8327929654731549343

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item