সৈয়দপুরে তিনদিন ব্যাপী শিশুদের স্টাইল চিত্র প্রর্দশনী শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৭ জানুয়ারী॥
তিন দিন ব্যাপী স্টাইল চিত্র প্রর্দশনী শুরু হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে। প্রদর্শনীতে ২৮ জন শিক্ষার্থীর তিন শতাধিক চিত্র স্থান পেয়েছে।রবিবার বিকালে প্রদর্শনীর উদ্ধোধনকালে প্রধান অতিথি  সংস্কৃতি  মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, সবাই আঁকতে পারে না, কেউ কেউ পারে। আবার সবাই অভিনয় করে না, কিন্তু সবাই অভিনয় দেখে। তাই শিশুদের স্বাধীনভাবে চলতে দিতে হবে। ওদের মন যা বলে তাই করতে দিতে হবে। মন্ত্রী আরও বলেন, ছাত্র-ছাত্রীদের স্কুলের বইয়ের বাইরের জগতে নিয়ে যেতে হবে। অন্যান্য বই পড়ে ও শিখে প্রকৃত অর্থে একজন মানুষ হতে হবে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে।
 রংতুলি আর্ট একাডেমি আয়োজিত তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহিনুর আলম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, নীলফামারী জেলাযুবলীগের সাধারন সম্পাদক সায়িদ মাহমুদ, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ স¤পাদক জোবায়দুর রহমান শাহিন, রংতুলি আর্ট একাডেমির পরিচালক জাহিদ আক্তারী প্রমুখ।



পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2063954435248584853

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item