সৈয়দপুরে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

 তোফাজ্জল হোসেন লুত,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

  সৈয়দপুরে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নবীন প্রবীণ সমাবেশ উপলক্ষে প্রীতি ক্রীড়া ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার  ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের  বোতলাগাড়ী মাঠে বুধবার (৩ জানুয়ারি) বিকেলে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।  তিনটি গ্রুপে ওই প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার ৩৫ জন প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে ঘৌড় দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।  প্রতিযোগিতায় দিনাজপরের মোহনপুরের মো. শহিদুল ইসলাম মেম্বার প্রথম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মো. আয়নাল দ্বিতীয় ও নীলফামারীর ডোমারের মো. হাদী তৃতীয় স্থান লাভ করেন। মধ্য পৌষের হাঁড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হয়ে ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান  মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ।
 সভাপতিত্ব করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প’র নির্বাহী প্রধান মো. মাহবুব -উল- আলম।  
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু,সহ-সভপতি মো. ইদ্রিস আলী,আমন্ত্রিত অতিথি,সুধীজন,সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গোটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  আয়োজক সংস্থা শার্প’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মসূচি সংগঠক মো. শফিকুল আলম।


পুরোনো সংবাদ

নীলফামারী 6455756831487272508

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item