সৈয়দপুর-ঢাকা রুটে এবার চলবে রিজেন্ট এয়ারওয়েজ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥
অভ্যান্তরিন রুটে ঢাকা -সৈয়দপুর-ঢাকা আকাশ পথে দিন দিন যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। প্রতিদিন সকাল, দুপুর ও বিকালে ৭টি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। ফলে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরটি এখন যাত্রীর চাপে ভরপুর।

এদিকে আকাশ পথে যাত্রীর চাপ দিন দিন বৃদ্ধিতে এবার রিজেন্ট এয়ারওয়েজ আগামী ১১ জানুয়ারী হতে ঢাকা-সৈয়দপুর আকাশ পথে প্রতিদিন দুইটি ফ্লাইট চালু করতে যাচ্ছে।

রিজেন্ট এয়ারওয়েজের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) এম এ মামদুদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নতুন ইংরেজি নববর্ষের দিন আজ সোমবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায়।

চিঠিতে বলা হয়, নতুন বছরের উপহার হিসেবে ১১ জানুয়ারি থেকে সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ। এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ সাংবাদিকদের জানান, বর্তমানে সৈয়দপুর-ঢাকা আকাশপথে প্রতিদিন নভোএয়ারের তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি করে মোট ৭টি ফ্লাইট য়িমিত চলাচল করছে। ১১ জানুয়ারি এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে রিজেন্ট এয়ারওয়েজের আরও দুটি করে ফ্লাইট। ফলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার আকাশ পথে দিনে ৯টি করে ফ্লাইট পরিচালিত হবে। 

সুত্র মতে, আকাশ পথে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সহজ পথে সৈয়দপুর বিমানবন্দরটি এখন অত্যান্ত ব্যস্ত হয়ে পড়েছে। দিন দিন ব্যস্ততা বাড়ায় সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং ব্যবস্থা (রাত্রীকালীন উড্ডয়ন ও অবতরণ) চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

পুরোনো সংবাদ

নীলফামারী 245180869702989253

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item