দিবাকালীন আন্তঃনগর ট্রেনের দাবিতে রবিবার রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

হাজী মারুফ

রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন অত্যাধুনিক আন্ত:নগর ট্রেন, চলমান ট্রেনসমূহে নতুন আধুনিক কোচ সংযোজন ও বন্ধ থাকা সকল ট্রেন চালু, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত মিটারগেজ লাইন নির্মাণের দাবিতে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে আজ রবিবার রংপুর বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রেলমন্ত্রী মুজিবুল হকসহ রেল সচিব, রেলের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপিতে ১৮ মার্চের মধ্যে দিবাকালীন ট্রেন চালুর সময়সীমা দেয়া হবে। এর মধ্যে ট্রেন চালু করা না হলে ১৯ মার্চ দিনব্যাপী রংপুর রেল স্টেশন ঘেরাও, অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের সকল সদস্য, শুভাকাক্সক্ষীসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠকদের আজ সকাল সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বর এবং কাচারী বাজার চত্বরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পরিষদের আহ্বায়ক, দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলী। উল্লেখ্য, এসএসসি পরীক্ষার কারণে কোন বিক্ষোভ সমাবেশ কিংবা মানববন্ধন কর্মসূচি বাদ দিয়ে শুধুমাত্র নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করবেন। পরীক্ষার কারণে ফেব্রুয়ারী মাস ও মার্চের ১৮ তারিখ পর্যন্ত বড় ধরনের কোন কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকবে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ। তবে ১৯ মার্চের কর্মসূচি সফল করার লক্ষে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ সুধী সমাজের সাথে মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

পুরোনো সংবাদ

রংপুর 5518725014698814901

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item