গঙ্গাচড়ায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

সফিয়ার কাজল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে বৃহস্পতিবার ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ মাঠে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন। পরে মেলা প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা জাপার সভাপতি সামসুল আলম, ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ। প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম আল হোসেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মেলায় উপজেলার সকল সরকারি দপ্তর, ব্যাংক ও বীমাসহ ৩৪টি স্টল স্থান পায়। এছাড়া মেলা উপলক্ষে ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণির টেকসই উন্নয়ন অভীষ্ট্যসমূহ, ৯ম ও ১০ম শ্রেণি মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং আজকের বাংলাদেশ ও একাদশ হতে উচ্চতর শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মধ্যম আয়ের বাংলাদেশ অর্জন ও করনীয় বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

রংপুর 2545260723438557929

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item