গঙ্গাচড়ার আলমবিদিতরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
https://www.obolokon24.com/2018/01/rangpur_7.html
সফিয়ার কাজল ,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেছেন ইউ.পি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব। তিনি গতকাল রোববার ভোরথেকে সকাল পর্যন্ত ওই ইউনিয়নের মেছনীকুন্ডা, পূর্ব মেছনীকুন্ডা, তুলশিরহাট, খামার মোহনা, কিসামত গণেশ, মন্ডলেরহাট গুদরীপাড়া গ্রামের প্রায় ৫ শত শীতার্থদের বাড়ী বাড়ী গিয়ে ব্যক্তিগত তহবিল ও সরকারীভাবে প্রাপ্ত কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউ.পি সদস্যা ওছপেয়ারা বেগম, সার্জিন বেগম লিজা, ইউ.পি সদস্য আবুল কালাম আজাদ, মাহবুব আলম, আওলাদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেছেন ইউ.পি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব। তিনি গতকাল রোববার ভোরথেকে সকাল পর্যন্ত ওই ইউনিয়নের মেছনীকুন্ডা, পূর্ব মেছনীকুন্ডা, তুলশিরহাট, খামার মোহনা, কিসামত গণেশ, মন্ডলেরহাট গুদরীপাড়া গ্রামের প্রায় ৫ শত শীতার্থদের বাড়ী বাড়ী গিয়ে ব্যক্তিগত তহবিল ও সরকারীভাবে প্রাপ্ত কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউ.পি সদস্যা ওছপেয়ারা বেগম, সার্জিন বেগম লিজা, ইউ.পি সদস্য আবুল কালাম আজাদ, মাহবুব আলম, আওলাদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।