গঙ্গাচড়ায় ৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
https://www.obolokon24.com/2018/01/rangpur_69.html
রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা পুলিশ জানায় রংপুর সিটি কর্পোরেশনের মহব্বত খাঁ বোতলা গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায়ের ছেলে নব মুসলিম আবু বক্কর সিদ্দিক (৩৮) গত মঙ্গলবার বিকেলে ৪৫ বোতল ফেন্সিডিল নিয়ে মটর সাইকেলযোগে লালমনিরহাটের কালিগঞ্জ হয়ে উপজেলার মহিপুর ঘাট দিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমানের নির্দেশে এস.আই শফিউজ্জামান, এ.এস.আই রবিউল ইসলাম, গোলাম মাহমুদ সঙ্গীয়ফোর্সসহ মাদক ব্যবসায়ী আবু বক্করকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান জানান আটক মাদক ব্যবসায়ী আবু বক্করকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।