পীরগঞ্জে শীতার্তদের পাশে সিতারা-সালেহা ফাউন্ডেশন

মামুনুর রশিদ মেরাজুল-

মানবিক সেবামুলক প্রতিষ্ঠান ‘সিতারা-সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে পীরগঞ্জের দরিদ্র শীতার্তদের মাঝে ৩ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার দিনব্যাপী পীরগঞ্জের খামার সাদুল¬াপুর মাদ্রাসা-এতিমখানা মাঠ, তুলারাম মজিদপুর, কাবিলপুরের লালদিঘী গার্লস একাডেমীর মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফাউন্ডেশনটির চেয়ারপার্সন কর্নেল (অব.) শহীদ উদ্দিন খান (পিএসসি) দেয়া শীতবস্ত্রগুলো শীতার্তদের হাতে তুলে দেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর ও সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহবিপ্লব। এ সময় শীতার্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মেয়র তাজিমুল ইসলাম শামীম, ইউএনও কমল কুমার ঘোষ, ওসি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনটির ডিজিএম একেএম শহীদুল ইসলাম, সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি গোলাম কবির বিলু, মাদরাসাটির মোহতামিম ইবরাহীম প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিক কেরামত উল্লাহবিপ্লব বলেন, সমাজের প্রত্যেক মানুষের দায়িত্বই তার পড়শী বা গ্রামের মানুষের দুঃখ কষ্টে পাশে থাকা। যার যার অবস্থান থেকে যদি স্বার্থহীন সহযোগিতা নিয়ে সমাজসেবা করা যায় তাহলে দুর্যোগ-দুুর্ভোগ খুব সহজেই মোকাবেলা করা সম্ভব। অপর বক্তারা, সিতারা-সালেহা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5133823485635986676

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item