বেতগাড়ীতে ৪০দিনের কাজ চলছে ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ রংপুরের গংগাচড়া উপজেলার ১নং বেতগাড়ী ইউনিয়নে জোড়ে সোড়ে চলছে। ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মোঃ কামরুজ্জামান প্রামানিক লিপ্টন (স্বর্ণপদক প্রাপ্ত) এর নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তা ঘাট, মসজিদ মন্দির, মাটি ভরাট সহ নানা সংস্কার বাস্তবায়ন জোড়ে সোড়ে চলছে। সরেজমিনে গতকাল সোমবার, দুপুর ১২টায় বেতগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতগাড়ী গঙ্গাচড়া সড়কের সিটমহল থেকে শুরু করে ঘাগট নদীর উপর দিয়ে মোকলেছারের বাড়ী পর্যন্ত নারী পুরুষ শ্রমিকরা রাস্তায় মাটি ভরাটের কাজ করতেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান নয়া সাংবাদিককে জানান তার ওয়ার্ডে ৫৭জন নারী পুরুষ শ্রমিক এ প্রকল্পের আওতায় মাটি ভরাটের কাজ করছেন। ৬নং ওয়ার্ডে একই সড়কের জিয়ার মোড় হইতে শুরু করে ঘাগট নদীর উপর দিয়ে সাতআনী পর্যন্ত কাচা সড়কে মাটি ভরাটের কাজ করতেছে মহিলা পুরুষ শ্রমিকরা। সংশ্লিষ্ট ওয়াডের  ইউপি সদস্য মোঃ বাবলু মিয়া সাংবাদিককে জানান তার ওয়ার্ডে ৫৫জন নারী পুরুষ শ্রমিক এ প্রকল্পের আওতায় রাস্তায় মাটি ভরাটের কাজ করছেন। ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মোঃ কামরুজ্জামান প্রামানিক লিপ্টন সাংবাদিককে জানান সরকার দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় এ ইউনিয়নে ৩৯৯জন শ্রমিক (নারী পুরুষ) বরাদ্দ দিয়েছেন। জনপ্রতি শ্রমিকরা তাদের মজুরী হিসাবে পাবেন ২৫০টাকা। ইউপি সচিব মোঃ আতিয়ার রহমান সাংবাদিককে জানান গত ৬ জানুয়ারী’২০১৮ এ প্রকল্পের কাজ উদ্বোধন হয়।

পুরোনো সংবাদ

রংপুর 2004238689963341839

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item