মানবিক পুলিশ!

মামুনুর রশিদ মেরাজুল-

এসআই ফারুক। কতটা মানবিক তিনি! একটি মানবিক কাজ করে সবাইকে হতবাক করে দিলেন। বুধবার বিকেল ৩টা। পীরগঞ্জ থানায় খবর আসে, একটি পরিত্যক্ত মাটির কুয়ায় নবজাতক এক ছেলে শিশুর লাশ পড়ে আছে। উপজেলার বড়আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে সেই লাশ উদ্ধারে কুয়ায় নামেন এসআই ফারুক। ১২ ফুট গভীর থেকে তুলে আনলেন লাশটি। ফুটফুটে শিশুটির লাশ দেখতে শত শত উৎসুক মানুষ ভীড় জমায়। এ সময় পুলিশের ওই এসআইকে অনেকেই নির্মল দৃষ্টিতে দেখেন আর শিশুটির জন্য আফসোস করেন। ওসি রেজাউল করিম বলেন, জনতার জন্যই পুলিশ নিবেদিত। আমাদেরকে অনেক সময় পঁচা-গলিত লাশও নাড়াচাড়া করতে হয়। এসআই ফারুক নিজেই কুয়ার মধ্যে নেমে লাশটি তুলে এনেছেন। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে শিশুটি ভুমিষ্ঠ হওয়ার পরই তাকে কুয়ায় ফেলে দেয়া হয়েছে। বিশ্বস্ত সুত্রে খবরটি পাওয়া গেছে। লাশ আজ ময়না তদন্তের পর আইনী ব্যবস্থা নেয়া হবে। ওই ঘটনায় ছোট উজিরপুরের তোজাম্মেল হকের ছেলে শফিকুল ইসলামকে শিশুটির বাবা হিসেবে গ্রেফতার করা হয়েছে। শফিকুলের ৫ বছরের এক মেয়ে ও ১ বছরের ছেলে রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে থানা হাজতে আটক শফিকুল জানায়, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল কিনা তা আমি জানি না।

পুরোনো সংবাদ

রংপুর 3918230461646572604

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item