পঞ্চগড় চিনিকল শ্রমিকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
মাত্র এক বছর আগে অবসর নিয়েছে পঞ্চগড় চিনিকলের হাউজ ফিডার মতিয়ার রহমান । অবসরের পেনশনের টাকাও এখনো পাননি। বাড়তি আয়ের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করতে গিয়ে চিনিকলের ক্যান ক্যারিয়ারে কাটা পড়ে আজ দুপুরে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে । ক্যান ক্যরিয়ারের নাট বল্টু মেরামত করার সময় এ ঘটনা ঘটে । মৃত শ্রমিক সদর উপজেলার পূর্ব শিকারপুর গ্রামের মৃত ফইমউদ্দিনের পূত্র । প্রত্যক্ষদর্শীরা জানায় চিনিকল বন্ধ রেখে ক্যান ক্যারিয়ারের নাট বল্টু মেরামতের জন্য ৩ জন শ্রমিক কাজ করছিল । এসময় শ্রমিকদের সতর্ক সংকেত না দিয়েই চিনিকল চালু করে ।

শ্রমিকরা অভিযোগ করে বলে এসব কাজ করার সময় চিনিকল বন্ধ রাখা হয়। চিনিকল চালু করতে হলে সতর্ক সংকেত দেয়ার নিয়ম থাকলেও ইলেক্ট্রিশিয়ান খায়রুল ইসলাম কোন সর্তক সংকেত না দিয়েই চিনিকল চালু করে দেয়। ফলে ক্যান ক্যারিয়ারের ধারালো ছুড়িতে কাটা পড়ে হাউস ফিডার মতিয়ার রহমান। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ প্রশাসন এসে লাশ উদ্ধার করে। এসময় পঞ্চগড় জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ প্রশাসনের সকল কর্মকর্তা ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়লে প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রনে আনে। মৃত শ্রমিক মতিয়ার রহমানের স্বজনেরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে। পঞ্চগড় চিনিকল ব্যবস্থাপনা পরিচালক শাহনূর রেজা জানান, শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে । তদন্ত কমিটি করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ জানান পঞ্চগড় চিনিকল শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 700925666850078316

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item