পঞ্চগড়ে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

টেকনিক্যালয় পদমর্যাদা ও বেতন স্কেল সহ চার দফা দাবিতে পঞ্চগড়ে কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকালে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে অবস্থান নিয়ে বাংলাদেশ হেল্থ অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে স্বাস্থ্য সহকারিরা তাদের দাবি বাস্তবায়নের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। বাংলাদেশ হেল্থ অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক খাজা ময়েনউদ্দীন ও মো: রফিকুল ইসলাম জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন না হওয়ায় আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করি। এদিকে স্বাস্থ্য সহকারিরা কর্মবিরতি শুরু করায় জেলার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের টিকাদান, প্রসব পূর্ব ও পরবর্তী টিকাদান এবং যক্ষা ও কুষ্ঠ রোগের সেবাসহ মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে।  জেলার ১ হাজার ৩৫ টি টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে । জেলার ১২৯ জন স্বাস্থ্য সহকারি স্বাস্থ্যসেবাদান থেকে বিরত রয়েছেনএ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জেন মো: সাইফুল ইসালাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান উনাদের দাবী-দাবা নিয়ে আমি ডি.জি কে জানিয়েছি উনি উনাদের দাবী নিয়ে সহানুভুতিশীল এবং আমি আরো জেলা প্রশাসক ও এসপিকেও এ বিষয়ে জানিয়েছি।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 9134537304153622551

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item