পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল এর সাথে সাংবাদিকদের বিদায়ী মত বিনিময় অনুষ্ঠান
https://www.obolokon24.com/2018/01/panchagar_50.html
পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল সাংবাদিকদের নিয়ে বিদায়ী মত বিনিময় অনুষ্ঠান করেছেন। তিনি বলেন পঞ্চগড় জেলার একটি শান্তপ্রিয় জেলা। এই জেলায় আমি ১ বছর ১০ মাস চাকুরী জীবনে আমি সকল মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করেছি। এ সমাজ থেকে জঙ্গীবাদ, বাল্য বিবাহ এবং নারী নির্যাতন মাদক সহ সব ধরনের অপরাধ দমন করতে আপ্রান চেষ্টা করেছি। তবে এ জেলার মানুষ খুব ভাল এবং শান্তপ্রিয় মানুষ। তিনি বলেন আমাকে এ জেলা থেকে যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। এ জেলা থেকে আমি পদ উন্নতি পেয়ে ঢাকায় যাচ্ছি। আপনারা পঞ্চগড় বাসী আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। পঞ্চগড়ে সাংবাদিকরা আমাকে সব সময় যে ভাবে সহযোগিতা করেছেন তা আমার মনে সরনীয় হয়ে থাকবে। আমি আপনাদের মনে রাখব। আমার পরে যিনি আপনাদের জেলা প্রশাসক হয়ে আসবেন তিনিও খুব ভালো মানুষ। উনার সাথেও আমার কথা হয়েছে। আসা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আমার মত উনাকেও সহযোগিতা করবেন। তাহলেই এই জেলা সুন্দর থাকবে। এজন্যই আজকের এই আয়োজন।