পঞ্চগড়ে তুলারডাঙ্গায় পটকাবাজীতে অসুস্থ-১, আটক-১


মো: সাইদুজ্জামান রেজা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা তুলারডাঙ্গায় পটকা বাজীতে আতংকিত হয়ে এক বৃদ্ধা অজ্ঞান, আটক-১। এলাকা ঘুরে জানা যায়, আটককৃত নজরুল ইসলাম জনি জনৈক নাজিরা আক্তারের সহায়তায় এস.এস.সি পাশ করে, পরবর্তীতে নাজিরা আক্তার অর্থে একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে। নজরুল ইসলাম জনিকে শিক্ষা কেন্দ্রের শিক্ষক হিসেবে নিয়োগ দিলে ধীরে ধীরে নজরুল ইসলাম জনি বয়স্ক শিক্ষা কেন্দ্রটি কব্জা করে নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে। এ নিয়ে এলাকাবাসী একাধিক অভিযোগ করেও কোন সুরাহা পায় নাই বলে জানা যায়।এলাকাবাসী জানায়, গতকাল (২৮/০১/২০১৮ইং) রবিবার এশার নামাজের সময় নজরুল ইসলাম জনি “আশার আলো” নামক একটি সংস্থা অফিসে পটকাবাজী শুরু করলে বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হলে স্থানীয় লোকজন আতংকিত হয়ে পড়ে। এ সময় ডুলন বুড়ি নামক এক বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে। আতংকিত লোকজন আশার আলো সংস্থায় এসে এর প্রতিবাদ করলে নজরুল ইসলাম জনি মারমূখী আচরন  করে। এসময় স্থানীয় লোকজন জনিকে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ এসে জনিকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় পুলিশিং কমিটির সভাপতি আবুল হোসেন পন্ডিত ও আবু হোসেন ভন্দা সহ একাধিক ব্যক্তি জানায় নজরুল ইসলাম জনি দীর্ঘদিন যাবত আশার আলো সংস্থা অফিসে অসামজিক কাজকর্ম করে আসছে এবং স্থানীয় লোকজনকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আসছিল। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার জানায়, নজরুল ইসলাম জনি প্রশাসন ও সরকারের বিরুদ্ধে কটুক্তি মূলক কথাবর্তা বলে এবং স্থানীয় লোকজন কে ভয়ভীতি দেখিয়েছিল। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানায় নজরুল ইসলাম জনিকে আটক করেছি তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1298581517409822285

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item