ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী দেবীগঞ্জের রুবিনার দুই পা হারানোর পথে

মুহম্মদ তরিকুল ইসলামঃ
কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনে দুই পা কাটা পড়ে মারাত্মক আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবিনা আক্তার (২২)। রোববার ২৮ জানুয়ারি/১৮ বেলা দেড়টার দিকে রেলস্টেশনে চার নম্বর প্লাটফর্মে রেললাইনের ওপর দিয়ে হেঁটে পাঁচ নম্বর প্লাটফর্মে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন তিনি। এ সময় একটি ইঞ্জিন ঘোরানোর সময় ওই ছাত্রী তার নিচে চাপা পড়েন।  রুবিনা  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে রেলওয়ে পুলিশ। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাস্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন। আজ গ্রামের বাড়ির যাওয়ার উদ্দেশে কমলাপুরে যান তিনি। আহত রুবিনা জানান, তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। রেলওয়ে পুলিশের ওসি জানান, বেলা দেড়টার দিকে মেয়েটি ৪ নম্বর প্লাটফর্মের নিচ দিয়ে (রেললাইনের ওপর দিয়ে) হেঁটে ৫ নম্বর প্লাটফর্মে যাচ্ছিল। এ সময় একটি ইঞ্জিন ঘোরানোর সময় মেয়েটি তার নিচে পড়ে। তাঁর দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল মো: ইউনুস আলী বলেন, বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ঐ একই ঘটনার ন্যায় এর আগে গত ২২ জানুয়ারি সিরাজগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে দুই পা থেঁতলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলাম (২২)।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 32669994638236731

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item