পঞ্চগড়ের বোদা উপজেলার ২৫ টি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি‘দের কর্মবিরতি ঃ ভোগান্তিতে সাধারণ রোগীরা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধিঃ
চাকুরী রাজস্ব করণের দাবীতে পঞ্চগড়ের বোদা উপজেলার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি‘দের লাগাতার কর্মবিরতি আজ রোববার (২১জানুয়ারী) দ্বিতীয় দিনের মতো চলছে। গত শনিবার (২০জানুয়ারী)  থেকে এ কর্মবিরতি শুরু হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলার ২৫টি কিমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)‘রা কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে একযোগে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে এ অবস্থান কর্মসুচী পালন করছে।
সিএইচসিপি‘রা কমিউনিটি ক্লিনিকে তালা বন্ধ রেখে কর্মবিরতী পালন করছে। এতে সময় মতো স্বাস্থ্যসেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। অনেকে চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন।
ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান,আজকে আবার আসলাম আজকে দেখি আবার একই অবস্থা। এভাবে আমরা আর কত ভোগান্তি হবো। এ চিকিৎসা সেবা বন্ধ হওয়াতে আমরা ক্ষতি গ্রস্থ হচ্ছি। আমরাতো গরিব মানুষ। এখানে এসে চিকিৎসা নিতাম। এখনতো আপারা আমাদের চিকিৎসা ও ঔষধ দেয়না। আমরা এখন কথায় যাবো।
বোদা উপজেলা সিএইচসিপি‘ এসোসিয়েশনের সভাপতি মোঃ শাজাহান আলী ,কোষাধ্যক্ষ মোঃ নূও নবী ইসলাম,সদস্য  সাদেকুল ইসলাম,সাজেদা,কাশফিন নুরী ,সামিরা আকতার আজমী,মুন্নিয়ারা,লিপি আরা,মিনা নারী  সেন জানান,দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসুচী অব্যাহত থাকবে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3601231278186135262

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item