পঞ্চগড়ে এক টানা ১৫ দিনের শীতে, মানুষ যবু থবু
https://www.obolokon24.com/2018/01/panchagar_13.html
মো: তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে এক টানা ১৫ দিনের শীতে, মানুষ যবু থবু। বিশেষ করে শিশুদেরকে নিয়ে মায়েরা ভীষন কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে শীতজনীত রোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুদের নিয়ে ডাক্তার ও সেবিকারাও বেশ ভালই বিরম্বনা পোহাচ্ছে। বৃদ্ধরাও এই কনকনে শীতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে সারা দেশের ন্যায় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সীমান্ত ঘেষা তেঁতুলিয়া সহ পঞ্চগড়ে শীতের প্রকোপ অনেক বেশি। তাই পঞ্চগড়ে সকল স্তরের মানুষ শীতে যবু থবু। বিশেষ করে কষ্ট পাচ্ছে যারা দিন আনে দিন খায়। এই প্রচন্ড শীতে বের হতে না পেরে ঘরে বসেই দিন কাটাচ্ছে। আবার কেউ কেউ শীত নিবারনের জন্য লতাপাতা ও কাঠ খুটা দিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। সারাদিনেই সূর্যের দেখা মিলছে না, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে মনে হয় মাংস ভেদ করে হাড়ের মধ্যে ঢুকছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জানা গেছে গত ৫০ বছরে এরকম শীত কখনো দেখা যায়নি। আবহাওয়া অফিস জানান এরকম মেঘে ঢাকা আকাশ ও শত্যপ্রবাহ জানুয়ারী মাসে মাঝে মধ্যে দেখা দিতে পারে ।
পঞ্চগড়ে এক টানা ১৫ দিনের শীতে, মানুষ যবু থবু। বিশেষ করে শিশুদেরকে নিয়ে মায়েরা ভীষন কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে শীতজনীত রোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুদের নিয়ে ডাক্তার ও সেবিকারাও বেশ ভালই বিরম্বনা পোহাচ্ছে। বৃদ্ধরাও এই কনকনে শীতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে সারা দেশের ন্যায় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সীমান্ত ঘেষা তেঁতুলিয়া সহ পঞ্চগড়ে শীতের প্রকোপ অনেক বেশি। তাই পঞ্চগড়ে সকল স্তরের মানুষ শীতে যবু থবু। বিশেষ করে কষ্ট পাচ্ছে যারা দিন আনে দিন খায়। এই প্রচন্ড শীতে বের হতে না পেরে ঘরে বসেই দিন কাটাচ্ছে। আবার কেউ কেউ শীত নিবারনের জন্য লতাপাতা ও কাঠ খুটা দিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। সারাদিনেই সূর্যের দেখা মিলছে না, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে মনে হয় মাংস ভেদ করে হাড়ের মধ্যে ঢুকছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জানা গেছে গত ৫০ বছরে এরকম শীত কখনো দেখা যায়নি। আবহাওয়া অফিস জানান এরকম মেঘে ঢাকা আকাশ ও শত্যপ্রবাহ জানুয়ারী মাসে মাঝে মধ্যে দেখা দিতে পারে ।