ভূরুঙ্গামারীতে বেতনের দাবীতে হিসাব রক্ষণ অফিস ঘেরাও
https://www.obolokon24.com/2018/01/kurigram_2.html
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেতন ছাড়ের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের
বিক্ষুব্ধ দপ্তরী কাম নৈশ্য প্রহরীরা উপজেলা হিসাব রক্ষণ অফিস ঘেরাও করেছে।
ডিসেম্বর মাসের বেতন ছাড় না করায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা হিসাব রক্ষণ অফিস ঘেরাও করে তারা।
বিক্ষুব্ধরা জানান, হিসাব রক্ষণ অফিস বিলে আপত্তি দিয়েছিল, আপত্তি নিস্পত্তি করা হয়েছে। কিন্তু বেতন ছাড়ের জন্য ৩৯ জন দপ্তরী কাম প্রহরীর নিকট থেকে জন প্রতি ৫শ টাকা করে মোট বিশ হাজার টাকা উৎকোচ দাবী করেন অডিটর মোস্তাফিজুর রহমান চৌধূরী।
বেতন ছাড়ের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান চৌধূরী জানান, সরকারী নিয়ম রয়েছে নবায়ন করার, নবায়ন না থাকায় তাদেরকে বিল দেয়া যাচ্ছে না। টাকা চাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ভুক্তভোগীদের দাবী অর্থ ছাড়া হিসাব রক্ষণ অফিস থেকে সেবা পাওয়া যায় না।
পরে চাপের মুখে দপ্তরী কাম নৈশ্য প্রহরীদের বেতন ব্যাংকে পাঠানো হয়।
ডিসেম্বর মাসের বেতন ছাড় না করায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা হিসাব রক্ষণ অফিস ঘেরাও করে তারা।
বিক্ষুব্ধরা জানান, হিসাব রক্ষণ অফিস বিলে আপত্তি দিয়েছিল, আপত্তি নিস্পত্তি করা হয়েছে। কিন্তু বেতন ছাড়ের জন্য ৩৯ জন দপ্তরী কাম প্রহরীর নিকট থেকে জন প্রতি ৫শ টাকা করে মোট বিশ হাজার টাকা উৎকোচ দাবী করেন অডিটর মোস্তাফিজুর রহমান চৌধূরী।
বেতন ছাড়ের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান চৌধূরী জানান, সরকারী নিয়ম রয়েছে নবায়ন করার, নবায়ন না থাকায় তাদেরকে বিল দেয়া যাচ্ছে না। টাকা চাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ভুক্তভোগীদের দাবী অর্থ ছাড়া হিসাব রক্ষণ অফিস থেকে সেবা পাওয়া যায় না।
পরে চাপের মুখে দপ্তরী কাম নৈশ্য প্রহরীদের বেতন ব্যাংকে পাঠানো হয়।