নাগেশ্বরীতে গরিবের বিচার নাই

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে  "গরিবের বিচার নাই"। ভাবছেন আসলেই কি নাগেশ্বরীতে গরিবের বিচার নাই? না, এটি সমসাময়িক সমাজ চিত্র নিয়ে একটি নাট্যরূপ। মঞ্চায়িত হবে আজ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীহাটে। ওই ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী লাকুর পৃষ্ঠপোষকতা ও সভাপতিত্বে গত বছরের ডিসেম্বর থেকেই শুরু হয়েছে রাত্রিকালীন ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। আর সে খেলার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার রাত ৮ টায়। চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করবেন রায়গঞ্জ ইউনিয়ন একাদশ বনাম সন্তোষপুর ইউনিয়ন একাদশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান-আলহাজ্ব মো. জাফর আলী। খেলা শেষে পুরস্কার বিতরনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও "গরিবের বিচার নাই" নাটক মঞ্চায়িত হবে। নাটকটির সংলাপ তৈরি করেছেন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শহিদুল ইসলাম ও নির্দেশনা করছেন, আজিজার রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক মাতাবেন, আজিজার রহমান, আপেল মাহমুদ, হাফিজুর রহমান হৃদয়, কাজলি, নাসিমা, শফিকুল, পলাশসহ আরও কয়েকজন গুনী অভিনেতা। নির্দেশক আজিজার রহমান জানিয়েছেন, নাটকটিতে হাসি, কান্নায় সমৃদ্ধ। সবার ভালো লাগবে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7475877743224285737

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item