কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায়  সেবা সপ্তাহ পালন উপলক্ষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসের সামনে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্ভোধন ঘোষনা করে উপজেলা হলরুমে এক আলোচনা সভায়  মিলিত হয়। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, জলঢাকা উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও কিশোরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ডাঃ হোসাইন  মো রাকিবুর রহমান, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, খামারী ও সাংবাদিক প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ হোসাইন  মোঃ রাকিবুর রহমান জানান, প্রাণিসম্পদ সেবা ২০১৮ উপলক্ষে আগামী ২৪ জানুয়ারী বুধবার মাগুড়া হাইস্কুল মাঠে গবাদিপ্রাণি ও হাঁস, মুরগীর বিনামুল্যে টিকা প্রদান এবং কৃত্রিম প্রজনন ও ২৫ জানুয়ারী সিঙ্গেরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছাত্রছাত্রীদের ডিম খাওয়ানো হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7027105909695001018

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item