সুন্দরগঞ্জে জাপা নেতা অবরুদ্ধ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি (জাপা) সভাপতি ও জাপা চেয়ারম্যানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে ২ ঘন্টা ধরে অবরুদ্ধ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার শোভাগঞ্জ বাজারে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে অবরুদ্ধ করে রাখেন জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ। এ ব্যাপারে উপজেলা জাতীয় সংহতির নেতা রেজাউল ইসলাম রানা বলেন উপজেলা জাতীয় যুব সংহতির নতুন কমিটিকে জেলা জাতীয় পার্টি ও যুব সংহতির কমিটি অনুমোদন দেয়। ঐ অনুমোদিত কমিটিকে উপজেলা জাপা কমিটির সভাপতি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী অনুমোদন না দেয়ায় সমন্বয়ের জন্য গৃহীত দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অতিক্রম করেন। এক পর্যায়ে তিনি চলে যাবার প্রাক্কালে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুদ্ধ জাতীয় যুব সংহতির কর্মীরা তাকে ধাওয়া করলে সভাস্থল (শোভাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ) ত্যাগ করে। এ সময় যুব সংহতির নেতা কর্মিরা তার পরিবহণ ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় জাপা নেতা-কর্মীরা সমস্যা সমাধানের আশ^স্থ করলে তা থেকে বিরত থাকেন বিক্ষুদ্ধরা। ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে এ সমস্যা সমাধানের লক্ষ্যে অবরোধ করে রাখা হয়। এ ব্যাপারে কয়েক দফা মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে, ব্যারিষ্টার শামীম হায়দার পাটেয়ারী কল রিসিভ করেন নি। রামজীবন ইউনিয়ন শাখা জাপার সভাপতি এটিএম এনামুল হক মন্টু বলেন, বিষয়টি তেমন কিছু না। এটা নিজেদের মধ্যে তো। কোন সমস্যা  নেই।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 488637931694686055

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item