জলঢাকায় ছাত্রলীগের আনন্দ র‍্যালি

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারক বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র‍্যালি করেছে  জলঢাকা উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয় ও সাধারন সম্পাদক সফিকুল গনী স্বপনের নেতৃত্বে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা লাভলুর রশীদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রানা, ছাত্রলীগ নেতা রঞ্জু আহমেদ, খাদিমুল ইসলাম, লিটন, নাহিদ মিঠুন, রাশেল, নুরনবী প্রমুখ। অপরদিকে জাসদ ছাত্রলীগ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ র‍্যালি বের করে পৌর শহর প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা জাসদ ছাত্রলীগ সভাপতি সুমন্ত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ, সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু ও পৌর জাসদের নেতা আলমগির হোসেন প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7247312140801579489

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item