কর্ম বিরতী পালন করছে জলঢাকার স্বাস্থ্য সহকারীবৃন্দ।

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদা সহ ৪দফা দাবীতে কর্ম বিরতী পালন করছে জলঢাকার স্বাস্থ্য সহকারীরা। দেশব্যাপী হেলথ এসোসিয়েশনের কর্ম-বিরতী পালনের অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার সকাল বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট  এসোসিয়েশন জলঢাকা উপজেলা শাখার উদ্দ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে বছরের ১ম দিন থেকে দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতী পালন করছে স্বাস্থ্য সহকারীবৃন্দ। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিমের নেতৃত্বে  সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সদস্য আশিকুর রহমান ডাব্লিউ এর উপস্থিতিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা কর্ম-বিরতীতে অংশ নিচ্ছে । ৪দফা দাবীগুলো হল ১/ টেকনিক্যাল বেতন স্কেল সহ পদমর্যাদা দিতে হবে। ২/ মাঠ/ভ্রমনভাতা ও ঝুকিভাতা মূলবেতনের ৩০%হারে দিতে হবে, ৩/ প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে " স্বাস্থ্য সহকারী" নিয়োগ দিতে হবে, ৪/ ১০% পোষ্য কোটা প্রবর্তন করতে হবে ।

এছাড়াও সংগঠনের সভাপতি আব্দুল হালিম বলেন, স্বাস্থ্য বিভাগের সফলতা অর্জনের মূল কারিগর স্বাস্থ্য সহকারী। তাই আমরা ১৯৯৮ সালের ৬ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার বাস্তবায়ন চাই।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 6861600141929765666

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item