ডোমারে বই উৎসব

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
" শিক্ষা নিয়ে গড়ব দেশ - শেখ হাসিনার বাংলাদেশ " এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।১জানুয়ারী সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বই উৎসব পালিত হয়।

শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

সকাল ১১ টায় ডোমারের প্রান কেন্দ্র শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বই উৎসবের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নীলফামারী-(১) ডোমার ডিমলা আসনের আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন। এছাড়াও  ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এমদাদুল হক মাসুম, প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বাবু, সহকারী শিক্ষক নারগিস আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।

বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়


সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মনজুর আহমেদ ডন। বিশেষ অতিথি, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন, সিদ্দিক হোসেন, হবিবর রহমান, সহকারী শিক্ষক দেবু চন্দ্র, শারমিন সুলতানা, প্রতিম কুমার দাস মিঠু প্রমূখ বক্তব্য রাখেন। #
বাকডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়
সকাল ১১টায় উপজেলার আজিজার মিয়ার হাট বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উৎসবের শুভ উদ্বোধন করেন, ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি। প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে উপজেলা একাডেমীক সুপার ভাইজার শফিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক খাদেমুজ্জামান, অভিভাবক সদস্য স্বপন মিয়া, সহকারী শিক্ষক শাহাবুর রহমান, রবিউল ইসলাম, যোগেশ চন্দ্র, শক্তিপদ রায়, চন্দ্র কিশোর রায়, শামসুদ্দোহা, হরিপদ রায়, ধবলী রাণী রায়, হোসাইন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
খামার বাকডোকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়


সকাল ১১ টায় উপজেলার আজিজার মিয়ার হাট সংলগ্ন বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উৎসবের শুভ উদ্বোধন করেন, আলহাজ্ব ওয়াহেদুল হক চৌধুরী। পরে এক আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান লিপু’র সভাপতিত্বে প্রভাষক ইলিয়াছ হোসেন, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মতিরাম রায়, প্রধান শিক্ষক সামিমা মোস্তারী, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, মাইদুল ইসলাম, জয়ন্তী রাণী রায়, লায়লা আক্তার, কামরুন নাহার প্রমূখ বক্তব্য রাখেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4291469820491843282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item