ডোমারে আদালতের আদেশ অমান্য করে আওয়ামীলীগ নেতার জমিদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-

ঃ নীলফামারী জেলার ডোমার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হকের  বিরুদ্ধে অবৈধভাবে ১৭ শতক মুল্যবান জমি দখলের অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে ডোমার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে ওই জমির মালিক ডোমার চিকনমাটি মহল্লার মৃত আশরাফ আলীর দুই ছেলে আওরঙ্গজেব বাবু ও বেলাল হোসেন। লিখিত বক্তব্য থেকে জানাযায় ,চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ওয়ারিশ আওরঙ্গজেব বাবু   গং তার পৈর্তৃক সূত্রে চিকনমাটি মৌজার ২২নং জেএল এর ১১৪৫,১১৪৭,৯২৩,১৭৪০ খতিয়ানে মোট ১৩টি দাগে ৩৭.৭১ শতক ও ২৩ নং জেএল এ ৩৫৮ খাতিয়ানে ৪৭৪.৪৭৫ দাগে ১.২৪ শতক মোট ৩৮.৯৫ শতক জমি দীর্ঘদিন থেকে ভোগদখলী করে আসছেন। উক্ত জমিতে একই এলাকার প্রতিপক্ষ মৃত আব্দুল হকের পুত্র ডোমার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক তার দলবল নিয়ে গত ২৩শেজানুয়ারী  দখলের চেষ্টা চালায়। এ কারনে আওরঙ্গজেব বাবু  বিজ্ঞ আদালতে পি১৭/১৮নং  মামলা আনয়ন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে নালিশি জমিতে ১৪৪/১৪৫ধারা জারি করেন। আদালতের আদেশকে অমান্য করে ময়নুল হক মনু ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে  নালিশি জমিতে দলবল নিয়ে  ফের জবর দখলের চেষ্টা করে এবং জমিতে রোপিত সরিষার ক্ষেত বিনষ্ট করে। এ সময় তাদের বাধা দিলে সে আমাদের প্রান নাশের হুমকি দেয় বলে আওরঙ্গজেব বাবু জানান। পরে নিরুপায় হয়ে তারা ডোমার থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বক্তব্যে তিনি আরো বলেন ,ইতিপূবে ময়নুল  হক দলীয় প্রভাব খাটিয়ে ডোমার চৌরঙ্গী মোড়ে প্রধান মšী¿র ছবি টাঙ্গীয়ে জেলা পরিষদের জমি দখল করে।
 এদিকে জমি অবৈধভাবে দখলের বিয়য়ে ময়নুল হকের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, তিনি কোন জমি অবৈধভাবে দখল করেনি। মৃত আশরাফ আলীর চার মেয়ে হোসনে আরা বেগম,ছাবেরা জামান,সাবিনা ইয়াসমিন ও ইশরাত জাহান বর্ণী তাদের পৈত্তিক সুত্রের অংশের ১৩০ শতক জমির মধ্যে ১৭ শতক জমি গত ২৪ জানুয়ারী ডোমার সাব রেজিষ্ট্রী অফিসে কবলা দলিল মূলে (দলিল নম্বর ২২৬) বিক্রি করে। জমি ক্রয় করে একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ও মেয়ে যথাক্রমে তরিকুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন। তাদের কাছে জমি বিক্রি করে চারবোন সেই জমি ক্রেতাকে বুঝিয়ে দেয়। আমাকে জরিয়ে যখন তারা চক্রান্ত করছিল তখন আমি ওই জমির বিস্তারিত তথ্য সংগ্রহ করি। অথচ এখানে আমার কোন ভুমিকাই ছিল না। এটা তাদের ভাই বোনেদের জমির ভাগবাটোয়ারার পারিবারিক বিষয়। অথচ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহ করে ওই দুই ভাই এলাকায় আমার সুনাম বিনষ্ট করার পায়তারা করছে।



পুরোনো সংবাদ

নীলফামারী 7596255800577342291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item