ডোমারে বেগম লুৎফন্নেসা আব্বাস পথশিশু পাঠশালায় বই বিতরণ।
https://www.obolokon24.com/2018/01/domar_16.html
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বেগম লুৎফন্নেসা আব্বাস পথশিশু পাঠশালায় বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উত্তরণ গোষ্ঠি চত্তরে সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ফুটবলার জামান মাশরাফী পুতুলে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস হোসেন। ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহু উদ্দিন শাহ কোরাইশী, ফুটবলার গোলাম ফারুক, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রমিছা মোশারফ স্মৃতি ফাউন্ডেশন এর ৩য় পর্যায় কার্যক্রমে এ পঠশালাটি বিগত ১ বছর যাবত এলাকার অসহায় পিছিয়ে পড়া পথশিশুদের নিয়ে শিক্ষিকা আফরোজা সরকার দুলালী ১৮জন ছাত্র/ছাত্রী নিয়ে নিরলস ভাবে পাঠদান দিয়ে আসছে, এছাড়াও শিশুদের দুপুরের নাস্তা, বই, খাতাসহ নানা উপকণ বিনা মূল্যে সরবরাহ করছে সংগঠনটি। পথশিশুদের নিয়ে এধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আতœহারা হয়ে পড়ে, শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
নীলফামারী ডোমারে বেগম লুৎফন্নেসা আব্বাস পথশিশু পাঠশালায় বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উত্তরণ গোষ্ঠি চত্তরে সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ফুটবলার জামান মাশরাফী পুতুলে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস হোসেন। ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহু উদ্দিন শাহ কোরাইশী, ফুটবলার গোলাম ফারুক, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রমিছা মোশারফ স্মৃতি ফাউন্ডেশন এর ৩য় পর্যায় কার্যক্রমে এ পঠশালাটি বিগত ১ বছর যাবত এলাকার অসহায় পিছিয়ে পড়া পথশিশুদের নিয়ে শিক্ষিকা আফরোজা সরকার দুলালী ১৮জন ছাত্র/ছাত্রী নিয়ে নিরলস ভাবে পাঠদান দিয়ে আসছে, এছাড়াও শিশুদের দুপুরের নাস্তা, বই, খাতাসহ নানা উপকণ বিনা মূল্যে সরবরাহ করছে সংগঠনটি। পথশিশুদের নিয়ে এধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আতœহারা হয়ে পড়ে, শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।