ডোমারে জাতীয় সমাজসেবা দিবস পালিত।
https://www.obolokon24.com/2018/01/domar_13.html
“নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী ডোমারে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, বিশেষ অতিথি হিসাবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, আমবাড়ী শুকরা পুকুর সমাজিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এএস আবুল কাশেম, ওয়েসির এর নির্বাহী পরিচালক ড. জসিউর রহমার প্রমূখ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ডোমার বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম বাদশা। সার্বিক সহযোগীতায় আমবাড়ী শুকনা পুকুর সমাজিক উন্নয়ন কেন্দ্র।