দিনাজপুর পৌরসভায় ৩ দিনের কর্মবিরতি পালন

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর ॥
রাষ্টীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের দাবীতে দিনাজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা ২৮-৩০ জানুয়ারী তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি  মঙ্গলবার শেষ হয়েছে। কর্মবিরতির সমাপনী দিনে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আহাম্মেদুজ্জামান ডাবলু ও ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ।
এদিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতির ফলে জরুরী সেবা নিতে আসা পৌর নাগরিকরা দূর্ভোগে পড়েন। এছাড়া কর্মবিরতির ফলে শহরের বাহাদুর বাজারসহ বিভিন্ন স্থানে ময়লা-অবর্জনার স্তুম জমে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে পৌরবাসিকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। কর্মবিরতির সমাপনী দিনে দিনাজপুর পৌরসভায় কর্মসূচীতে যোগ দেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েন (ইঅচঝ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল আলিম মোল্যার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। কেন্দ্রীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর পৌরসভা শাখার  নেতৃবৃন্দ। পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন দিনাজপুর পৌরসভা শাখার সভাপতি মো. মজিবর রহমান বাচ্চু’র সভাপতিত্বে সমাপনী দিনে সভায় একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আহাম্মেদুজ্জামান ডাবলু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল আলিম মোল্যা।

পুরোনো সংবাদ

দিনাজপুর 575058522977696931

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item