দিনাজপুরে কাঁকড়া নদীর উপরে ভেঙ্গে যাওয়া বেইলী ব্রীজ প্রতিস্থাপনে চলাচল উন্মুক্ত করা হয়েছে

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ 
সোমবার ১লা জানুয়ারী ভেঙ্গে যাওয়া কাঁকড়া নদীর উপরে ভেঙ্গে যাওয়া বেইলী ব্রীজ প্রতিস্থাপন করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দিনাজপুর শহর থেকে ১১ কিলোমিটার দুরে চিরিরবন্দর এলাকায় কারেন্টহাট সংলগ্ন কাঁকড়া নদীর উপর অবস্থিত বেইলী ব্রীজ গত ১৯ ডিসেম্বর সকাল পৌনে ৭টায় ৭৫০ বস্তা সার বোঝাই ১০ চাকার ৪৫ টন ওজনের ট্রাকটি ব্রীজের উপর উঠলে ৫টি অংশের মধ্যে ১টি অংশ ভেঙ্গে পড়ে। ফলে যানবাহনসহ জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ অধিদপ্তর দিনাজপুর এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে। স্বল্প সময়ে লালমনির হাট সড়ক ও জনপথ বিভাগ হতে ১০০ ফিট বেইলী ব্রীজ সংগ্রহ করে দ্রুত প্রতিস্থাপনের কাজ শুরু করে। ১৩ দিনের মধ্যে দিনাজপুর-পার্বতীপুর ও বিভাগীয় শহর রংপুরের সাথে পুনরায় যোগাযোগের জন্য গতকাল সোমবার ১লা জানুয়ারী বেলা ৩টায় দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুম সারোয়ার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী, চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ হারেসুল ইসলাম হারিজ, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে যানবাহনসহ জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, বেইলী ব্রীজগুলোর ধারণ ক্ষমতা ৫ টন। কিন্তু সুষ্ঠুভাবে তদারকি না হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এই ধরণের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে সে কারনে অত্র উপজেলার নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পত্র দেয়া হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ কামরুল হাসান সরকার জানান, গত ১৯ ডিসেম্বর কাঁকড়া নদীর উপর বেইলী ব্রীজ ভেঙ্গে যাওয়ায় প্রায়  ৬০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার ব্যাপারে তিনি বাদী হয়ে চিরিরবন্দর থানায় ট্রাক মালিকসহ দু’জনকে আসামী করে ৬০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবী করে ১টি মামলা করেছেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3145094410321753413

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item