দিনাজপুরের ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ ২ ছাত্রলীগ নেতা আটক

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী দুইজনকে  আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবীব এর নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্কেল আলী ও এস আই হালিমসহ সঙ্গীয় র্ফোসনিয়ে অভিযান চালিয়ে উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর সাঁওতাল এর ঘাট নামক ব্রীজের উপর থেকে ফেন্সিডিল চোরাচালানের সময় গত বুধবার ১০ জানুয়ারি রাত ৮টায় ১০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে। 

আটক ব্যক্তিরা হলেন, পার্বতীপুর উপজেলার ধুপি পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাইসুল ইসলাম সোহেল (৩০), মোজাফ্ফর নগর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মিনহাজুল ইসলাম (২৮)।

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চক্রবর্তীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ধৃত মিনহাজুল ইসলাম পৌর ছাত্রলীগের সভাপতি পদে রয়েছেন এবং রাইসুল ইসলাম সোহেল সাবেক ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, আটক ব্যক্তিদের কাছে সংবাদিক ২টি অনলাইন পত্রিকার পরিচয় পত্র পাওয়া গেছে এবং তারা ছাত্রনেতা হিসেবে পরিচয় দিয়েছেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। যাহার মামলা নং- ১৪, তারিখ- ১০/০১/২০১৮ইং।

পুরোনো সংবাদ

দিনাজপুর 9217855794233382942

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item