“শাখামাছার হাট” ফেসবুক গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৫ জানুয়ারী॥
“চাইনা কেউ দুঃখী থাক, শীতের জন্য কষ্ট পাক” এই শ্লোগানকে নিয়ে হতদরিদ্র ৪০০ শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরন করেছেন নীলফামারী শাখামাছা হাট ফেসবুক গ্রুপের সদস্যরা। আজ শুক্রবার সকাল ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা কলেজ মাঠ চত্বরে তিস্তার পারের ওই সব হতদরিদ্র শীতার্তদের মাঝে একটি করে কম্বল ও সোয়েটার বিতরন করা হয়।
এ সময় বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামীম চৌধুরী, সেলিম সরকার লেবু, শাখামাছা হাট ফেসবুক গ্রুপের সদস্য ফৌজিয়া ইয়াসমিন জলি, মো. আব্দুল মান্নান, শিপন দাস, তাহমিন হক ববী, আফরোজা বিনতে গ্লোরী, অয়ন মাহমুদ, মর্তুজা বিন ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, ইনজামাম-উল-হক নির্ণয় ও ডিমলা খালিশাচাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
সংগঠনের সদস্য ফৌজিয়া ইয়াসমিন জলি জানান, বিতরণকৃত কম্বলের সাথে প্রত্যেকজন একটি করে সোয়েটার প্রদান করা হয়। #





পুরোনো সংবাদ

নীলফামারী 8474947919497300274

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item